বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮

ফরিদগঞ্জে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

ফরিদগঞ্জে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) রাতে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে এই টুর্নামেন্টের দ্বৈত ফাইনালে ফরিদগঞ্জ সদরকে গৃদকালিন্দিয়া ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে টুর্নামেন্টের আয়োজক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাধ্যমে গত এক মাস ধরে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সাবেক পৌর মেয়র যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। এভাবে সমাজসেবীরা এগিয়ে আসলে আমরা মাদকসহ সকল সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে সক্ষম হবো। আমরা ফরিদগঞ্জ থানাকে অপরাধমুক্তকরণে কাজ করছি। এক্ষেত্রে সমাজ হিতৈষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা যদি প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া চর্চার পাশাপাশি যুবসমাজকে উদ্বুদ্ধ করতে নানা কর্মকাণ্ড অব্যাহত রাখেন তবে সামাজিক অবক্ষয় দূর হবে। আমাদের সকলের নিষ্ক্রিয়তার সুযোগ নেয় অপরাধীরা।

সভাপতির বক্তব্যে মঞ্জিল হোসেন বলেন, আমার প্রয়াত পুত্রের নামে এই টুর্নামেন্টটি দীর্ঘদিন পর আবার শুরু করেছি। আমাকে এলাকার ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীরা সহযোগিতা করছেন। আশা আছে পুরো উপজেলাজুড়ে দ্রুততম সময়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার।

মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আমানাত গাজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়