প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮
অনুমোদন ও নিয়মনীতির কোনো বালাই নেই
ফরিদগঞ্জে ইটভাটায় চার লাখ টাকা জরিমানা।। ইট তৈরির কাঁচামাল বিনষ্ট
![ফরিদগঞ্জে ইটভাটায় চার লাখ টাকা জরিমানা।। ইট তৈরির কাঁচামাল বিনষ্ট](/assets/news_photos/2025/02/10/image-58814-1739200205bdjournal.jpg)
অনুমোদনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় ফরিদগঞ্জে জেএনবি নামে এক ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসানের আদালত এই জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
|আরো খবর
জানা গেছে, সুবিদপুর পূর্ব ইউনিয়নে অবস্থিত ও গল্লাক আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় জেদনি নুসরাত ব্রিক (জেএনবি)-এর কর্তৃপক্ষ হানিফ চৌধুরী ও এমরান চৌধুরী নিয়মের ব্যত্যয় ঘটিয়ে লাইসেন্সবিহীন এবং বিভিন্ন কাগজপত্র থাকা না সত্ত্বেও ইটভাটা চালিয়ে আসছিলেন। এ রকম সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসানের ভ্রাম্যমাণ আদালত পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে জেএনবি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করে। এছাড়া উপস্থিত ফায়ার সার্ভিসের টিম ইট তৈরির কাঁচামাল বিনষ্ট করে দেয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান জানান, জেদনি নুসরাত ব্রিক ফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় চার লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনার পূর্বে আবশ্যিকভাবে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।