প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৩
মতলব উত্তরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মনকে প্রসারিত করে
-----------------ইউএনও মাহমুদা কুলসুম মনি
মতলব উত্তর উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মাধ্যমিক পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি-২০২৫) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কাউট প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়। এছাড়া বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মনকে প্রসারিত করে। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার গুণগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জন করা যায়। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে একজন ভালো মানুষ হিসেবে নিজেদের সামনের দিকে এগিয়ে যাওয়া যায়।