প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৮
অসহায় শীতার্তদের মাঝে বিভিন্ন এনজিও'র শীতবস্ত্র বিতরণ
এডাব, সিসিডিএস, সিএসইডিইউ, সোনালী সুদিন, নাস, সুফিয়া খাতুন ফাউন্ডেশন ও ডিএফওডি-চাঁদপুর নামক এনজিও সংগঠনের উদ্যোগে অসহায়, শীতার্ত ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) সিসিডিএস-এর কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ-পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার অনুপ মণ্ডল ও পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক। উপস্থিত ছিলেন জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো. নূরুল আমিন ও সোনালী সুদিনের সভাপতি মো. হানিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিএস, চাঁদপুর-এর নির্বাহী পরিচালক মো. সেলিম পাটওয়ারী। শতাধিক অসহায়, শীতার্ত ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।