রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:৪৩

লেখকেদের মিলনমেলায় চাঁদপুর সাহিত্য সম্মেলন

শিল্পসাহিত্যের প্রসারে এরকম আয়োজন সারাদেশে ছড়িয়ে পড়া দরকার...জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার
শিল্পসাহিত্যের প্রসারে এরকম আয়োজন সারাদেশে ছড়িয়ে পড়া দরকার...জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

সৃজনের সম্মিলনে করি অমৃত মন্থন’ এই শ্লোগানকে ধারণ করে স্থানীয় এবং দেশবরেণ্য কবি-লেখক-সাহিত্যিকদের মিলনমেলায় চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২৫। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের সপ্তম বর্ষে পর্দাপণ উপলক্ষে ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে বরেণ্য শব্দশিল্পীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন। এবারের সাহিত্য সম্মেলনে দেশবরেণ্য ৭জন লেখককে তাদের সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে কবিতা, কথাসাহিত্য এবং প্রবন্ধ ও গবেষণায় ২০২৩ সালের জন্যে চারজন এবং ২০২৪ সালের জন্য তিনজনকে এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ সালে পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য চারজন গুণী লেখক হলেন : প্রবন্ধ ও গবেষণায় সুমনকুমার দাশ, কথাসাহিত্যে রুমা মোদক, কবিতায় মাহমুদ কামাল ও জুনান নাশিত। ২০২৪ সালে পুরস্কারপ্রাপ্ত তিন লেখক হলেন : কবিতায় শাহ বুলবুল, কথাসাহিত্যে নাহিদা নাহিদ, প্রবন্ধ ও গবেষণায় শামস আলদীন।

সম্মেলনে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন স্মারক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক ড. সরকার আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত ও শিশুসাহিত্যিক আহমেদ রিয়াজ।

মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা রাখেন-- কবিতায় কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী, কথাসাহিত্যে কবি, গল্পকার ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, প্রবন্ধ ও গবেষণায় কবি, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান।

প্রধান অতিথির বক্তব্য চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুর হচ্ছে শিল্প সাহিত্যের উর্বর ভূমি। অন্যান্য জেলার তুলনায় এই জেলার সাহিত্যের কার্যক্রম অনেক বেশি হয়ে থাকে। সাহিত্য মঞ্চের এই সম্মেলনটি একটি পরিপাটি আয়োজন। শিল্পসাহিত্যের প্রসারে এ রকম আয়োজন সারাদেশে ছড়িয়ে পড়া দরকার। তিনি সাহিত্য মঞ্চ কর্তৃক প্রবর্তিত মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকগণকে অভিনন্দিত করেন এবং এ জেলার সাহিত্যের প্রয়াসে সবরকম সহায়তা করার আশ্বাস দেন। এর পাশাপাশি তিনি দ্রুত সাহিত্য একাডেমির কমিটি গঠনসহ সাহিত্য কার্যক্রম সচল করার আশা ব্যক্ত করেন।

এর আগে বিকেল তিনটায় সাহিত্য একাডেমীর সামনে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সাহিত্য সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। পরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন মধ্য দিয়ে সাহিত্য সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। আয়োজনটির বৈচিত্র্য আনতে গতবারের মত এবারও অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। আলাদা আলাদা পর্বে স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে আগত বরেণ্য শব্দশিল্পীরা কবিতা, গল্প, শিল্পআড্ডাসহ শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও কথা বলেন।

সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিমের সঞ্চালনায় সাহিত্য পাঠ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গনি, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. নূরে আলম পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা গ্রন্থাগারিক ও লেখক সুনির্মল দেউরি, শামসুল আরেফিন সূর্য, সাংবাদিক নাসির পাঠান, লেখক মুখলেসুর রহমান ভূঁইয়া, সুমন কুমার দত্ত, কবির হোসেন মিজি, এইচ এম জাকির, পলাশ দে, সঞ্জয় দেওয়ান, সরকার তৌহিদ, কবি জাহিদ নয়ন। কবিতা পাঠ করেন তাসফিয়া ফাওমি ও এএসএম সাদ্দাম হোসেন প্রমুখ। আগত লেখকদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাহিত্য মঞ্চের সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু এবং সদস্য মোহাম্মদ হানিফ।

সম্মেলনে ঢাকা ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত লেখকসহ স্থানীয় শতাধিক লেখক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়