শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬

মালয়েশিয়ায় ফেরা হলো না শাহরাস্তির বেলালের

শোকে বাকরুদ্ধ অন্তঃসত্ত্বা স্ত্রী

মো. মঈনুল ইসলাম কাজল
মালয়েশিয়ায় ফেরা হলো না শাহরাস্তির বেলালের

মালয়েশিয়ায় মোবাইল ব্যবসায়ী শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামের নুর মোহাম্মদের ছোট ছেলে বেলাল হোসেন ৬ মাস পূর্বে মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন। শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) মালয়েশিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) রামগঞ্জ উপজেলার বাক্সপুর শ্বশুর বাড়িতে সকলের কাছে বিদায় নিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান। মুহূর্তের মধ্যেই তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের মাতম বিরাজ করতে থাকে।

বেলাল হোসেন ১২ বছর পূর্বে লেখাপড়া করতে পাড়ি জমান মালয়শিয়ায়। ঐ খানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করে ব্যবসায় জড়িত পড়েন। দুবছর পূর্বে দেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর মালয়েশিয়ায় ফিরে যান তিনি। ৫ মাস পূর্বে আবারও দেশে আসেন। এরই মধ্যে তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ করে তার মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন তার স্ত্রী।

বেলাল হোসেনের বড়ো ভাই শাহাদাত হোসেন মানিক জানান, আগামী রোববার (২৬ জানুয়ারি ২০২৫) তার ফ্লাইট। শুক্রবার বাড়ি থেকে ঢাকায় চলে যাওয়ার কথা ছিলো। যাওয়ার আগ মুহূর্তে শ্বশুর বাড়িতে বিদায় নিতে যাওয়ার পথে চিরতরে বিদায় নিতে হয় বেলালকে। তিন ভাই দু বোনের মধ্যে বেলাল সবার ছোট।

এলাকায় বন্ধু বহলের পছন্দের ছেলে বেলাল। ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও পালিয়ে গেছে ট্রাক চালক। বেপরোয়া গতি ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়