সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৪২

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের বিগত সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। পরে বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় যে বিষয়গুলো আলোচনায় আনা হয়, সেগুলো হলো : চাঁদপুর জেলা হাসপাতালকে সবসময় দালাল মুক্ত রাখা, চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রতিনিয়ত নজর দেয়া, চাঁদপুর পৌরসভার ভঙ্গুর রাস্তাগুলো মেরামতে দ্রুত সংস্কার করা, জনবসতি এলাকার মধ্যে কোনোভাবেই পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা। বিশেষ করে শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা এলাকার ময়লার দুর্গন্ধে থাকা খুবই কষ্টসাধ্য। সেখানকার অবস্থা খুবই নাজুক। এছাড়া গণপূর্ত অধিদপ্তরের উন্নয়নমূলক কাজগুলো দ্রুত শেষ করার জন্যে তাগিদ দেয়াসহ অন্যান্য দপ্তরের কার্যক্রম ও উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা হয় । সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন, আড়াইশ' শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহ. অলিউল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সাইফুল হাসান আলামিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কেএম আমিনুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঞা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়