বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ২১:১৫

মতলব উত্তরে বিজ্ঞান মেলার উদ্বোধন

সৃজনশীল ও উদ্ভাবনী কাজে অংশ নিলে সেটি ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে : ইউএনও মাহমুদা কুলসুম মনি

মাহবুব আলম লাভলু
সৃজনশীল ও উদ্ভাবনী কাজে অংশ নিলে সেটি ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে : ইউএনও মাহমুদা কুলসুম মনি

 'জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় মেলার এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলা উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাহমুদা কুলসুম মনি। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লাল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সাঈদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক,  উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশ্রাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহজাহান মিয়া প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এই বিজ্ঞান মেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় ২২টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিলো পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন।

এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২টি স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা।

বিকেলে উপজেলা পরিষদ বটতলায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লাল চাকমা, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশ্রাফুল আলম ও মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু। 

ইউএনও মাহমুদা কুলসুম মনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করবে। এ ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী কাজে অংশ নিলে ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি আরো বলেন, তোমাদের হাল ছেড়ে দিলে চলবে না। দেশের বাস্তবমুখী সমস্যা নিয়ে কাজ করে যেতে হবে। একই সঙ্গে সহানুভূতিশীল মন নিয়ে কাজ করতে হবে সবাইকে। তবেই নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে যাবে বাংলাদেশ। এবারের বিজ্ঞান উদ্ভাবন মেলার মাধ্যমে বিজ্ঞানচর্চার পথ আরও বিকশিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়