প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০
উত্তর ঘোড়াশানায় তাফসিরুল কুরআন মাহফিল
ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের উত্তর ঘোড়াশানা বায়তুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) স্থানীয় বাইতুল আমান মসজিদের মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং মাওলানা ইমরান হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
তিনি বলেন, প্রতিটি মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চললে জীবনে সুখ- শান্তির ঘাটতি হবে না। সকল মুসলিম আল কুরআনের দীক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে হবে। যখন যে অবস্থাতেই থাকি ওই অবস্থাতেই মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ঈমানদারের কাজ। আল্লাহতালার দরবারে শোকরিয়া আদায় করার কারণে তিনি আমাদেরকে উত্তরোত্তর সমৃদ্ধি দিয়েছেন। তিনিই উত্তম ফয়সালাকারী। তাই মহান রবের দরবারে শোকরিয়ার বিকল্প নেই।
মাহফিলে প্রধান তাফসিরকারক হিসেবে তাফসির করেন বিশিষ্ট ইসলামী বক্তা ও টিভি আলোচক হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঐতিহ্যবাহী রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ শরীফ হুসাইন ও রামগঞ্জ বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা মফিজুল ইসলাম চাঁদপুরী।
তাফসীরুল কুরআন মাহফিলের তাফসীর শেষে এলাকার ও দেশের শান্তির জন্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।