সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২০:৩০

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

বাবুল মুফতী
নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ
মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি কর্নেল (অব.) মো. মতিউর রহমান।

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে কলেজ মাঠে আয়োজিত এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি কর্নেল (অব.) মো. মতিউর রহমান। কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাতা সদস্য শাহাদাত করিম চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, শিক্ষক প্রতিনিধি এসএম শরীফুল ইসলাম প্রমুখ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুল মজিদ সরকার, কলেজের সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. খবিরুল আলম মাস্টার, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর মুন্সি, শিক্ষানুরাগী ইমু সরকার, সমাজসেবক মাহমুদুল হক চৌধুরী ও এপেক্স গ্রুপের ডিজিএম ইঞ্জি. গোলাম কিবরিয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. আল আমিন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাজনীন আক্তার, রিয়া মনি, তানজিলা আক্তার মিম ও মাহবুবুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রভাষক রাকিবুল হাসান।

সমাবেশে কলেজের শিক্ষার মানোন্নয়নে নানা পরামর্শমূলক আলোচনা হয়। অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ ও শিক্ষা বিষয়ক তথ্য তুলে ধরে বক্তৃতা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়