প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৯:৫২
নিম্নমানের ইটের খোয়া সরানোর নির্দেশ
২ কোটি টাকার সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার-পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খোদ ঠিকাদার নুরুল ইসলাম নান্টু বেপারীর বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
|আরো খবর
চাঁদপুর সদর উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি)-এর অধীনে সড়কটির উন্নয়ন কাজে এই অভিযোগের প্রেক্ষিতে অবশেষে সড়কের কিছু অংশ থেকে দুই নম্বর ইটের খোয়া ও রাবিশ শ্রমিক দিয়ে উঠানো হচ্ছে।
১৫০০ মিটার সড়কটি এই প্রথমই পাকাকরণ হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে সড়কের কাজ শুরু হয়। এক নম্বর ইট দিয়ে কাজ করার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে সাব বেইজ ও ম্যাকাডম ফেলে কাজ করছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
অনিয়মের অভিযোগে তিনবার কাজ বন্ধ করে দেওয়ার পরেও পুনরায় কাজ শুরু হয়। পুরো রাস্তায় দুই ও তিন নম্বর ইটের খোয়ার সাথে কালো জামা ইট দিয়ে ম্যাকাডম ফেলে কাজ শুরু করে। এ সময় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে গিয়ে ২ নাম্বার ইটের খোয়া ও রাবিশ রাস্তা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু ঠিকাদার লোক দেখানোর জন্যে কিছু জায়গা থেকে রাবিশ ও খোয়া সরায়। তবে পুরো রাস্তায় নিম্নমানের ইটের খোয়াগুলো সরানোর দাবি জানায় এলাকাবাসী।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অনিয়মের মধ্য দিয়ে সড়কের কাজ শুরু হয়। ঠিকাদার নান্টু হাইমচর থেকে চাঁদপুরে এসে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের কিছু নেতাদের ম্যানেজ করে অনিয়মের মধ্য দিয়ে কাজ করতে থাকেন।
দেড় কিলোমিটার রাস্তায় দুই নম্বর/ তিন নম্বর ও রাবিশ ব্যবহার করে ম্যাকাডমের কাজ করেছেন। এতে অল্প সময়ের মধ্যে সেই রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করার কারণে এলাকাবাসী চলাচলের চরম দুর্ভোগে পড়েছে।
ঠিকাদার নান্টু জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইঞ্জিনিয়ারের নির্দেশে কিছু জায়গা থেকে ইটের খোয়া মিশ্রিত ম্যাকাডম উঠানো হয়েছে। পুনরায় সেখানে ইটের খোয়া ফেলে কাজ সম্পন্ন করা হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার উপ-প্রকৌশলী আইয়ুব আলী জানান, ৬নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার-পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের তথ্য সঠিক। খোদ ঠিকাদার নিম্নমানের কাজের সাথে জড়িত। ঠিকাদার কোনো কথা শুনছে না। নান্টু কোনো ঠিকাদারদের পর্যায়ে পড়ে না। এলাকাবাসীর অনিয়মের অভিযোগে নিম্নমানের ইটের খোয়া ও রাবিশগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ঠিকাদার কোনো কথা শুনছে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।