বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২০:১১

ড্রেনের ওপর নির্মিত অবৈধ দেয়াল ভেঙ্গে দিলো পৌরসভা

অনলাইন ডেস্ক
ড্রেনের ওপর নির্মিত অবৈধ দেয়াল ভেঙ্গে দিলো পৌরসভা
চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ড্রেনের ওপর অবৈধভাবে নির্মিত দেয়াল ভেঙ্গে দেয়ার পরের স্থানটি দেখা যাচ্ছে

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ড্রেনের ওপর অবৈধভাবে নির্মিত একটি বসতবাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙ্গে দিয়েছে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ। ২০ নভেম্বর বুধবার দুপুরে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়ার নির্দেশে সেখানে অভিযান চালিয়ে এটি উচ্ছেদ করা হয়। স্থানীয় বাসিন্দা রাবেয়া বেগমের মালিকানাধীন ৩৫নং বাড়ির অবৈধ বাউন্ডারি দেয়ালটি ভেঙ্গে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর পৌরসভার সার্ভেয়ার নূর মোঃ গাজী হাসান ও মিজানুর রহমান। সরজমিনে গিয়ে জানা যায়, রহমতপুর আবাসিক এলাকার ৩৫ নং বাড়ির মালিক রাবেয়া বেগম পৌরসভার ড্রেনের ওপর নিজের খামখেয়ালি মতো অবৈধভাবে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন। পৌরসভার ড্রেনের সংস্কার কাজ চলমান অবস্থায় নিয়ম বহির্ভূতভাবে এমন বাউন্ডারি দেয়াল নির্মাণের বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে। তখন ড্রেনের ওপর দেয়াল নির্মাণ না করতে পৌরসভার পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার মৌখিকভাবে বারণ করা হয়। তবুও বাড়ির মালিক রাবেয়া বেগম পৌরসভার নির্দেশ অমান্য করে প্রায় ১০ ফুট দেয়াল নির্মাণ করেন। এ বিষয়ে চাঁদপুর সার্ভেয়ার নূর মো. গাজী হাসান জানান, চাঁদপুর পৌরসভার প্রশাসক স্যারের নির্দেশে দেয়ালটি ভেঙ্গে দেয়া হয়েছে। পৌরসভার নির্দেশ অমান্য করায় দেয়ালটি ভাঙ্গা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়