বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৯:৩৯

চান্দ্রা ইউপির আওয়ামীপন্থী চার মেম্বার আটক

গোলাম মোস্তফা
চান্দ্রা ইউপির আওয়ামীপন্থী চার মেম্বার আটক
চান্দ্রা ইউনিয়ন পরিষদের আটক চার মেম্বার।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত ৪ জন ওয়ার্ড মেম্বারকে আটক করা হয়েছে। মডেল থানার এসআই মোঃ মকবুল হোসেন, এএসআই (নিঃ) প্রাণকৃষ্ণ মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ ২০ নভেম্বর সকালে চান্দ্রা ইউনিয়নে অভিযান চালান। এ সময় সদর মডেল থানার এফআইআর নং-১১, তারিখ-১৫ আগস্ট, ২০২৪; জিআর নং-৫৭১, তারিখ-১৫ আগস্ট, ২০২৪-এর সন্দেহভাজন আসামী হিসেবে আটক করা হয় মিজানুর রহমান (৫০), পিতা-মৃত আঃ কুদ্দুছ মিয়া, সাং-দক্ষিণ বালিয়া, (৮নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী), আবুল কালাম পাটওয়ারী (৫৯), পিতা-মৃত আবুল হোসেন পাটওয়ারী, সাং-দক্ষিণ বালিয়া, (৭নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী)কে, আর মডেল থানার, এফআইআর নং-১৯, তারিখ-২০ আগস্ট, ২০২৪; জিআর নং-৫৭৯, তারিখ-২০ আগস্ট, ২০২৪-এর সন্দেহভাজন আসামী হিসেবে আটক করা হয় মোঃ খাজা আহাম্মদ পাটওয়ারী (৬৫), পিতা-মৃত রেজা পাটওয়ারী, সাং-বাখরপুর, (১নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি) এবং হাজী আলী আহম্মদ (৬৫), পিতা-মৃত ইলিয়াস কবিরাজ, সাং-বাখরপুর, (২নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি)কে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, সকল ধরনের অপরাধ দমনে এবং অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সকল ধরনের এজাহারভুক্ত আসামীদের আটক অভিযানও অব্যাহত রয়েছে। আশা করছি, এ বিষয়ে সচেতন নাগরিকগণ সহযোগিতা করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়