বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৫:০৭

নানুপুর-গাছতলা সংযোগ সড়কের কাজে অনিয়ম

সোহাঈদ খান জিয়া
নানুপুর-গাছতলা সংযোগ সড়কের কাজে অনিয়ম

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর- মকিমপুর-নিজ গাছতলা সংযোগ সড়কের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজের ঠিকাদার নির্মাণ কাজের শুরুতে নিম্নমানের ইট ও বালি ব্যবহার করেন। এমনকি নিম্নমানের ইটের সুরকি ব্যবহার করেছেন। যা একেবারে ব্যবহারের অনুপযোগী। ঠিকাদার প্রভাব বিস্তার করে নিজের মনমত অনিয়ম করলেও ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়নি। এভাবে অনিয়ম করে কাজ করা হলে সড়ক ধ্বংস হওয়ার পাশাপাশি পূর্বের ন্যায় দুর্ভোগ পোহাতে হবে জনসাধারণকে।বর্তমানে সড়কে পিচ ঢালাইয়ের কাজ করা হলেও তাও অনিয়ম করে করা হচ্ছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, ঠিকাদার নিম্নমানের ইট ও ইটের সুরকি ব্যবহার করে অনিয়ম করে চলছে। এতে অল্প সময়ের মধ্যে সড়ক নষ্ট হয়ে যাবে। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি। অপরদিকে বাঘড়া বাজার এলাকায় ঘনবসতিপূর্ণ ও জনবহুল স্থানে পিচ পোড়ানোর কারণে পরিবেশ দূষণ করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলেন, বাজার এলাকায় এভাবে পিচ পোড়ানোর কারণে পরিবেশ দূষণ হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়