প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:০৯
ফেসবুকে কচুয়াবার্তার সম্পাদকের বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাসের ঘটনায় থানায় অভিযোগ
কচুয়া বার্তার সম্পাদক ও বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি মো. আলমগীর তালুকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর, মানহানিকর, অপমানজনক, বানোয়াট এবং জনমনে ক্রোধ সৃষ্টি করে এমন স্ট্যাটাসের ঘটনায় কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি 'সাফা করিম' নামের ফেইক ফেসবুক আইডি থেকে কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট স্ট্যাটাস দিয়ে সম্মানহানি ও জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়। বিষয়টি আলমগীর তালকদারের দৃষ্টিগোচর হলে তিনি রোববার সন্ধ্যায় কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। যার জিডি নং ৯১৩ তারিখ : ১৭.১১.২০২৪। সম্পাদক মো. আলমগীর তালুকদার জানান, সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করতে একটি কুচক্রী মহল এ ধরনের স্ট্যাটাস দিয়ে সম্মানহানি ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি ফেইক আইডি ব্যবহারকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
|আরো খবর
এ ব্যাপারে কচুয়া থানার ওসি আঃ হালিম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।