প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২০:০৯
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতনের দাফন
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন (৭৮)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদস্থ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
ফরহাদ হোসেন রতন হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা পাটোয়ারী বাড়ির মরহুম ওবায়েদুর রহমানের সন্তান।
তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দাযিত্ব পালন করেন। বাদ আসর ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদ মাঠে ও বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম সেন্দ্রা পাটোয়ারী বাড়ির সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
হাজীগঞ্জ বড় মসজিদ মাঠে অনুষ্ঠিত গার্ড অব অনারে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এর আগে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন ও কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার বিএনপির সমন্বয়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সাবেক অধ্যক্ষ মো. মাসুদ আহম্মদ, উপাধ্যক্ষ আনোয়ার উল্যাহ, অধ্যাপক মো. সেলিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বিএসসি, বিএম মহসিন নয়ন, আনোয়ার উল্লাহ পাটোয়ারী, মফিজুল ইসলামসহ হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ মুসল্লিগণ। মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আর জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা দিয়ে মরহুমের কফিন ঢেকে দেয়া হয়।