বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:১৬

মতলব বাজারের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ী ও জনতার স্বতঃস্ফূর্ত মানববন্ধন

রেদওয়ান আহমেদ জাকির
মতলব পৌরসভার ভবন স্থানান্তরের প্রতিবাদ

মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ভবন স্থানান্তরের প্রতিবাদে মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি এবং ব্যবসায়ীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার সকাল ১০টায় মতলব বাজারের শত শত ব্যবসায়ী তাদের দোকান বন্ধ রেখে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালন করে। এ সময় মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান শাহ গিয়াস, জামায়াত নেতা আবু সাঈদ, ব্যবসায়ী রতন সরকার, আব্দুল মান্নান, মাকসুদুল ইসলাম সোহাগ, নূরে আলম মিয়াজী, মাহফুজ জমাদার প্রমুখ।

মানববন্ধনে অংশ নেন মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ব্রিকস্ ফিল্ড মালিক জামাল উদ্দিন মন্টু, বিল্লাল হোসেন ফরাজী, আব্দুর রশিদ ফরাজী, চাল ব্যবসায়ী টুকু ফরাজী, বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান, সফিকুল ইসলামসহ বণিক সমিতির সকল সদস্য। এছাড়াও ব্যবসায়ী মিরান হোসেন মিয়াজী, সাইফুল ইসলাম রনি, মতলব ড্রাগ সমিতির সভাপতি ডা. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক তপন চন্দ্র শীল, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক খোকন প্রধান, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন ভূঁইয়া, ফলপট্টি সমিতির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক আলমগীর ফরাজী, মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন প্রধান, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম বেপারী, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির কানাই সাহা, কৃষ্ণা সাহা, সাগর মৃধা, ব্যবসায়ী হাছান মাহমুদ, রাসেলসহ মতলব বাজারের শত শত ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মতলব পৌরসভার সাধারণ জনগণের দাবিকে উপেক্ষা করে সদ্য বিদায়ী মেয়র আওলাদ হোসেন লিটন নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি জনবসতিহীন এলাকায় পৌরসভার নামে জমি ক্রয় করে গোপনীয়ভাবে সেখানে নতুন পৌর ভবন নির্মাণের সকল প্রস্তুতি সম্পন্ন করে। যার প্রতিবাদে গত কয়েক বছর যাবৎ মতলব বাজারের ব্যবসায়ীসহ পৌরসভার সকল জনগণ প্রতিবাদ করে আসছে। যার ফলস্বরূপ বুধবার স্বতঃস্ফূর্তভাবে পৌরসভার সকল ব্যবসায়ী ও জনগণ মানববন্ধনের আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়