শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৯:৪১

মতলব পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা

রেদওয়ান আহমেদ জাকির
মতলব পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা

মতলব পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের ৬১ কোটি ৭৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৪ জুলাই রবিবার বিকাল ৩টায় পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন।

উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজী।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৩০ লক্ষ টাকা, ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৯ লক্ষ টাকা, ১লক্ষ টাকা সমাপনী স্থিতি দেখানো হয়েছে। সব মিলিয়ে রাস্তা-ঘাট, ব্রীজ ও কালভার্ট, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা, সুপার মার্কেট ও কমিউনিটি সেন্টার, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নকে বাজেটে গুরুত্ব দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়