মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ২০:৫৮

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা জ্ঞাপন

স্টাফ রিপোর্টার ॥
জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞতা জ্ঞাপন
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাগণ দীর্ঘদিন পর মিলিত হন।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাগণ দীর্ঘদিন পর মিলিত হয়েছেন। ২০ অক্টোবর রোববার বিকেলে জেলা সংসদে মুক্তিযোদ্ধারা একত্রিত হন। আর এ সুযোগটি করে দেয়ায় বীর মুক্তিযোদ্ধারা চাঁদপুরের জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দীর্ঘদিন যাবত এসব মুক্তিযোদ্ধা উপেক্ষিত ছিলেন। একক এক ব্যক্তির ইচ্ছায়ই সব কিছু হতো। এ জন্যে অসহায় বীর মুক্তিযোদ্ধাগণ তাদের ঠিকানা জেলা সংসদ থেকে বিমুখ ছিলেন। অবশেষে বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগ এবং হস্তক্ষেপে জেলা মুক্তিযোদ্ধা সংসদ একনায়কতন্ত্র থেকে মুক্তি পায়। এরপরই বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রাণের জায়গা জেলা সংসদে আসে এবং আড্ডায় মিলিত হন।

বীর মুক্তিযোদ্ধাগণ একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন। মুক্তিযোদ্ধাগণ এ সময় তাদের জীবনের স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনাবহুল ঘটনাগুলো একে অপরের মাঝে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, মোঃ ছানাউল্যাহ খান, ড. কাজী হাসেম, অজিত সাহা, বাসুদেব মজুমদার, মোঃ নূরুল ইসলাম, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হাই, সিরাজুল ইসলাম পাঠান, মোঃ সুলতান আহম্মদ, আমিনুল হক পাটওয়ারী, মোঃ বশির হোসেন, আইয়ুব আলী, রুহুল আমিন গাজী ও আঃ মালেক দেওয়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়