প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৩
ফ্লাঃ লেঃ (অবঃ) এ.বি সিদ্দিক ছিলেন একজন সাদা মনের মানুষ : এম.এ ওয়াদুদ
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ফাউন্ডেশনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ ওয়াদুদ বলেছেন, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ফ্লাঃ লেঃ (অবঃ) এ.বি সিদ্দিক ছিলেন একজন সাদা মনের মানুষ এবং গণমানুষের নেতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে একান্ত আস্থাভাজন নেতা ছিলেন তিনি। যুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি লড়েছেন। তার সাহস, বলিষ্ঠ কণ্ঠ অনেকে অনুকরণ করতো। দেশমাতৃকার প্রতি তার ছিলো মমত্ববোধ, ভালোবাসা।
|আরো খবর
তিনি বলেন, এ.বি সিদ্দিক ফাউন্ডেশনের মাধ্যমে এ গুণী মানুষকে আমাদের মাঝে বাচিয়ে রাখবো। ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে আমরা সকলের সহযোগিতা চাই। আজ ২ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ.বি সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম. এ. ওয়াদুদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি.এইচ এম কবির আহমেদের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মতলব থানা শাখার আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, মোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, মরহুমের পুত্র জাবেদ সিদ্দিকী, পৌর কৃষক লীগের আহŸায়ক গোলাম হায়দার মোল্লা। অনুষ্ঠানটি পরিচালনা করেন এ.বি.সিদ্দিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল।
পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।