প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:২০
মতলব শপিং কমপ্লেক্সে খোলা জোড়া তার : ঘটতে পারে প্রাণহানি
মতলব বাজারের কলেজ রোডে মতলব শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে দুই পাশের সিড়িতে খোলা জোড়া তার। এতে যে কোন সময় ঘটতে পারে প্রানহানির মতো দূর্ঘটনা। সরজিমনে আজ ২ সেপ্টেম্বর সকালে গিয়ে খোলা জোড়া তারগুলো দেখা যায়।
এ শপিং কমপ্লেক্সে রয়েছে সোনালী ব্যাংক, নিউ ল্যাব এইড হাসপাতাল, ফাইভ ফিঙ্গার রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানপাট। প্রতিদিনই হাজার হাজার জনসাধারণ ব্যাংক, হাসপাতাল ও দোকানে ভীড় করছে। কিন্তু অতীব দুঃখের বিষয় শপিং কমপ্লেক্সে সিড়ি দিয়ে উঠার সময় দ্বিতীয় তলায় সিড়ির শুরুতে রয়েছে খোলা জোড়া তার। জোড়া তারে কসটেপ লাগানো নেই। তারগুলোও ঝুলে আছে। এতে এ শপিং কমপ্লেক্সে আসা জনসাধারণ হাত লেগে প্রানহানির মতো দূর্ঘটনা ঘটে যেতে পারে।
একাধিক জনসাধারণ জানান, দীর্ঘদিন পর্যন্ত খোলা তারগুলো এভাবেই পড়ে রয়েছে। এত বড় একটি শপিং কমপ্লেক্সে খোলা জোড়া তার বেমানান। অতি সত্ত¡র তারগুলো বক্সের মধ্যে আটানো দরকার। বিদ্যুস্পৃষ্ঠে দূর্ঘটনায় কে দারভার নিবে? তবে শপিং কমপ্লেক্স মালিকানা কাউকে পাওয়া যায়নি।