রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৮ মে ২০২৪, ২০:৫৮

হাজীগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম শুরু

হাজীগঞ্জে ‘নো হেলমেট, নো ফুয়েল’  কার্যক্রম শুরু
কামরুজ্জামান টুটুল

সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় কমাতে সরাদেশের ন্যায় হাজীগঞ্জেও ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম শুরু করেছে হাজীগঞ্জ পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. বুরহান উদ্দিন সেলিমের নেতৃত্বে শনিবার (১৮ মে) সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ মান্নান সিএনজি ফিলিং স্টেশনে ‘নো হেলমেট নো ফুয়েল’ লেখা স্টিকার ও ব্যানার সাঁটানোর মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

এসময় সার্জেন্ট মাহমুদুল ইসলাম ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

এদিন উপজেলার পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং ও এলপিজি স্টেশনগুলোতে ‘নো হেলমেট নো ফুয়েল’ লেখা স্টিকার ও ব্যানার সাঁটানো হয় এবং দিনব্যাপী হাজীগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে অভিযান পরিচালনা করে ট্রাফিক বিভাগ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফিলিং ষ্টেশনগুলোতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকরা পাম্প থেকে তেল নিতে আসছে কি না, তা নজরদারী করা হচ্ছে। এ সময় পুলিশের উপস্থিতিতে পাম্পের কর্মচারীরা হেলমেট পরিহিতদের কাছে তেল বিক্রি করছেন। আর যাদের হেলমেট পরিহিত নেই, তাদের ফিরিয়ে দিচ্ছেন।

এ বিষয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. বুরহান উদ্দিন সেলিম জানান, পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা না মানলে পাম্পের মালিকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এছাড়াও মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে পেট্টোল পাম্প, সিএনজি ও এলপিজি স্টেশন এবং হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে হেলমেট ব্যবহার না করায় ১৫টি মামলা দায়ের এবং কাগজপত্র না থাকায় ২টি গাড়ি আটক করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়