সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ মে ২০২৪, ২১:৫৪

চাঁদপুর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠিত

নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হবে

-জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হবে

চাঁদপুর জেলার সদর উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা ও ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ মে ২০২৪ তারিখ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত এই প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়,

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহসহ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদানের পাশাপাশি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বরাবরের ন্যায় উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে উদাত্ত আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়