প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১৩:০৯
বাকিলার ইজারাদার মতিন ইজারার ২৬ লাখ টাকা ব্যয় করবেন সামাজিক কাজে
জেলা তথা জেলার বাইরে গরুর বাজার হিসেবে খ্যাত হাজীগঞ্জের ঐহিত্যবাহী বাকিলা বাজার ১৪৩১ বাংলা বর্ষে ইজারা হযেছে ২৬ লাখ টাকা। এই পুরো টাকাসহ ইজারা লাভের সব টাকা ব্যায় হবে দুস্থ অসহায় আর সামাজিক কাজের পিছেন। এমনটা নিশ্চিত করেছেন চাঁদপুর কন্ঠকে নিশ্চিত করেছেন বর্তমান ইজারাদার আব্দুল মতিন ম্বপন।
খোঁজ নিয়ে ও ইজারাদার সূত্রে জানা যায়, বাকিলা বাজারে হাট বসে সোমবার ও বৃহস্পতিবার। এর মধ্যে বৃহস্পতিবার গরুর বাজার সোমবার ছাগল হাঁস মুরগি কবুতরের বাজার বসে। ছাড়া ২৪ ঘন্টা বাজারে মাছ তরকারি মুদিসহ সকল ব্যাবসা প্রতিষ্ঠান খোলা ৎাকে। বাকিলা বাজারে অতীতে যে দামে খাজনা আদায় হযেছে চলিত বর্ষে খাজনা কম ধার্য করা হয়েছে। একইভাবে কোরবানী ঈদের গরু ছাগলের হাটের হাসিলসহ বছরের অন্য সকল সমযের হাটে গরু ছাগলের হাসিল আদায়ের পরিমান কম মূল্যে ধার্য্য করা হয়েছে। একইভাবে কম দামের খাজনাগুলো বাদ রাখার চিন্তা করছেন ইজারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে ইজারাদার আব্দুল মতিন স্বপন জানান, আমি প্রবাসী। আমার আয়ের একটা অংশ আমার এলকার বাজার তধা বাকিলা বাজার উন্নয়নসহ দুস্থ অসহায়দের পিছনে ব্যায় করার চিন্তা থেকে বাজার ইজারা নিয়েছে। আমি ইজারার পুরো ২৬ লাখ টাকার অর্ধেকটা রাখবো আসছে বছর ইজারার জন্য, বাকী টাকার মধ্যে ৪০ ভাগ টাকা মসজিদ মন্দির দুস্থ অসহায়দের পিছনে আর বাকী ১০ ভাগ টাকা বাজার উন্নয়নের জন্য নির্ধারন নিশ্চিত করা হয়েছে। সামনের বছরের জন্য যে অর্ধেক টাকা রাখা হবে যদি কোন কারনে সামনের বছর আমি ইজারা না পাই তাহলে সেই টাকাটা গরীব অসহায় আর দুস্থদেরকে দিয়ে দেয়া হবে।