প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ২২:৫১
শাহরাস্তিতে জাতীয় বীমা দিবস পালিত
জনগনের মাঝে আস্থার সংকট দূর করতে হবে : ইউএনও ইয়াসির আরাফাত
শাহরাস্তিতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ সকালে বীমা দিবস উপলক্ষে একটি রেলি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের নেতৃত্বে রেলিটি রেলিটি উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বীমা বাধ্যতামূলক করা হয়েছে। জীবন বীমার পাশাপাশি শিক্ষা বীমাসহ নানা ধরনের বীমা চালু রয়েছে। মানুষের মাঝে আস্হার জায়গা তৈরি করতে হবে। দেশে প্রায় ৮০ টি বীমা কোম্পানি রয়েছে কিন্তু আমরা সচরাচর তাদের কার্যক্রম দেখতে পাইনা। জনগণের আস্হার যে সংকট রয়েছে তা দূর করতে হবে। সবাইকে এগিয়ে এসে কাজ করতে হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাহরাস্তি উপজেলার জোনাল ম্যানেজার সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাহরাস্তি উপজেলা সহকারী জোনাল ইনচার্জ খোরশেদ আলম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, চিপ জোনাল ম্যানেজার জামাল হোসেন, শাহরাস্তি জুনের এজিএম মোঃ সেফায়েত উল্লাহ।
|আরো খবর
সভায় বীমা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।