প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:৫১
চাঁদপুর বাইতুল আমিন মসজিদে বিশেষ দোয়া মাহফিল
করোনা মহামারি থেকে বাঁচতে মহান আল্লাহর সাহায্য চাইতে হবে : কুয়াকাটা হুজুর
করোনা মহামারী থেকে মুক্তি ও বিশ্বের সকল মৃত মুসলমানের রুহের মাগফিরাত কামনায় চাঁদপুর বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটি ও মানব কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুরের উদ্যোগে ২৭ আগস্ট শুক্রবার বাদ এশা এই মাহফিল অনুষ্ঠিত হয়।এতে অগণিত ধর্মপ্রাণ মুসল্লীগণ ওলামায় মাশায়েখদের ওয়াজ শোনেন এবং দোয়ায় শরীক হয়।
|আরো খবর
চাঁদপুর বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এমএ বারী খানের(বারেক হাজীর) সভাপতিত্বে বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খতীবুল উম্মাহ মাওলানা হাফীজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা)।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কুমিল্লা জেলার সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী। বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওঃ বোরহান উদ্দিন সিদ্দিকী,পেশ ইমাম মুফতি হাফেজ জাফর আহমেদ প্রমুখ।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব আবু তাহের এবং পরিচালনা করেন মানব কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর চেয়ারম্যান মাওঃ আনোয়ার আল-নোমান ও সচিব হাফেজ মোঃ নজরুল ইসলাম।
বক্তারা বলেন, পৃথিবীতে যা কিছু হয় আল্লাহ তাআলার হুকুমেই হয়। রোগবালাই, মহামারি সবই আল্লাহর হুকুমে আসে। আবার তার হুকুমেই নিরাময় হয়। এ বিশ্বাস সব মুমিনেরই থাকতে হবে। এ মহামারি থেকে বাঁচার জন্য মহান আল্লাহর সাহায্য চাইতে হবে। আমাদের অপরিহার্য কর্তব্য হলো সব গুনাহ ও অপরাধ হতে বিরত থেকে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা এবং সর্বদা দোয়া পড়া।
পরে করোনা মহামারী থেকে মুক্তি ও বিশ্বের সকল মৃত মুসলমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন কুয়াটার হুজুর।