শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ২০:১০

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করায় পুরুস্কার পেলেন ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লাহ সরকার

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করায় পুরুস্কার পেলেন ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লাহ সরকার
মাহবুব আলম লাভলু

চাঁদপুরের মতলব উত্তরে জরিমানা বিহীন নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী গ্রাহককে পুরুস্কৃত করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কতৃপক্ষ। বৃহস্পতিবার ২৫ জানুয়ারী ৮ম বার্ষিক সাধারন সভায় উপজেলার ছেংগারচর জোনাল অফিস থেকে এই পুরুস্কার বিতরণ করা হয়। কিন্তু ঐদিন মেয়র আরিফ উল্লাহ সরকার উপস্থিত থাকতে না পারায় মঙ্গলবার ৩০ জানুয়ারী সকালে পৌর কার্যালয়ে তাকে এ পুরুস্কার তুলে দেন।

জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন উপজেলার জোনাল অফিসের সকল গ্রাহকদের মধ্যে থেকে জরিমানা বিহীন নিয়মিত বিদ্যুৎবিল প্রদানকারী গ্রাহকদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এতে বিজয়ী পুরুস্কার গ্রহণ করেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার। পুরুস্কার গ্রহণ শেষে তিনি বলেন, এই ধরনের উদ্যেগ গ্রহন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কারন এতে গ্রাহকগন উৎসাহী হবে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শামসুদ্দিন বলেন, গ্রাহকদেরকে নিয়মিত বিদ্যুৎ বিল প্রদান করা জন্য উৎসাহ দিতে কর্তৃপক্ষ প্রতি বছর এই পুরুস্কার দিয়ে থাকে। পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারন সভা উপলক্ষে পাঁচটি ক্যাটাগরিতে নিয়মিত বিল পরিশোধকারীদের প্রথম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করি। এই আয়োজনের মাধ্যমে নিয়মিত বিদ্যুৎ বিল প্রদানে গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি হবে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়