বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ২০:৩৮

লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে তানভীর হুদার পক্ষে মোটরসাইকেল মহড়া

মতলব উত্তর ব্যুরো।।
লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে তানভীর হুদার পক্ষে মোটরসাইকেল মহড়া
লকডাউনের নামে নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তর উপজেলায় তানভীর হুদার পক্ষে মোটরসাইকেল মহড়া।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারাদেশে লকডাউনের নামে রাজনৈতিক দমন-পীড়ন ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদার নির্দেশে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ মোটরসাইকেল মহড়া বের করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

মহড়াটি শুরু হয় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি থেকে। এরপর বাগানবাড়ি, সাদুল্লাপুর, বেলতলী, পাঠানবাজার, ছেংগারচর বাজার, ফরাজিকান্দি, সুজাতপুর, নতুন বাজার, গজরা, এখলাছপুর ও কালিপুরসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব দক্ষিণে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, পৌর যুবদল নেতা আরিফ লস্কর, ছাত্রনেতা আরিফুল ইসলাম বাবু, তানজিল প্রধান, সোহেল রানা মুন্না, নুরে আলম নিঝুম, রোবেল, তানভীরসহ বিএনপির নেতা-কর্মী।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, তানভীর হুদার নেতৃত্বে মতলব উত্তর আজ ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ এই মহড়া সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের প্রতিচ্ছবি। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে মাঠে আছি, থাকবো।

ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, তানভীর হুদার নির্দেশে আমরা রাজপথে নেমেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়