শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ২০:৩৫

চাঁদপুরে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা" শীর্ষক সেমিনার

চাঁদপুরে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা
স্টাফ রিপোর্টার

চাঁদপুরে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অধীনে চাঁদপুর জেলার মসজিদ সমূহের ইমাম/খতিব, মোয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

"উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা" শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসীম উদ্দিন, উপ-পুলিশ কমিশনার, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, সিটিটিসি, ডিএমপি, ঢাকা, সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাইদ নাসিরুল্লাহ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি, ঢাকা, মোঃ রুহুল আমিন উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর, মাওলানা সাইফুদ্দিন খন্দকার সভাপতি, জেলা ইমাম সমিতি, চাঁদপুর।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর।

সরকারের কঠোর অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সফলতা পেয়েছে বাংলাদেশ। ধর্মীয় অপব্যাখ্যায় যাতে কেউ বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত না হয় এবং জঙ্গিবাদ নিরুৎসাহিত করতে সাধারণ মানুষকে সচেতন করতে ইমামদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়