শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ২২:১৭

কৃষি উৎপাদন বৃদ্ধি ও বাস স্ট্যান্ড থেকে

চাঁদাবাজি বন্ধে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের কঠোর নির্দেশ

মোঃ মঈনুল ইসলাম কাজল
চাঁদাবাজি বন্ধে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের কঠোর নির্দেশ

কৃষি উৎপাদন বৃদ্ধি ও বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার স্থানীয় সংসদ সদস্য মেয়র (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। ২৫ জানুয়ারি বিকেলে শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা ও সাধারণ সভায় তিনি এ নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সঞ্চালনায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি আরও বলেন, সরকারি নীতিমালার বাইরে কেউ বাস স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে পারবে না। কোন প্রকার চাঁদাবাজির সুযোগ দেয়া হবে না। তিনি বলেন, আমরা যদি কৃষি জমির টপ সয়েল নষ্ট করে ফেলি তাহলে আমরা আর জমির টপ সয়েল পাবো না। কৃষি জমি রক্ষা করতে পারলে পৃথিবীতে যাই হোক আমরা খেয়ে পড়ে বাঁচাতে পারবো। কৃষি উৎপাদন বাড়াতে পদক্ষেপ নেয়া হবে।

আমরা কঠোর হতে খাল উদ্ধার করতে হবে এবং পানি প্রবাহ চলমান রাখতে হবে। কৃষি জমি রক্ষা, উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, আমাদের এলাকায় জমি গুলো এক ফসলি তাই দুই ফসল উৎপাদন করতে পদক্ষেপ নিতে হবে। আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে। আমরা প্রর্যায়ক্রমে তাদেরকে তৈরি করতে হবে। বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। সকাল ক্ষেত্রে স্বচ্চতা বজায় রাখতে হবে। এলাকার আরও দায়িত্বশীল লোকদের সম্পৃক্ত করে আলোচনা করে সমস্যা গুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ওমর ফারুক দর্জি, আলম বেলাল, জোবায়েদ কবির বাহাদুর রুহুল আমিন, মোশারফ হোসেন, আঃ রাজ্জাক, মাহতাব উদ্দিন সহ সভায় বিভিন্ন দপ্তরের প্রধান গন যোগদান করেন। সভায় শুরুতে ৫ ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ও উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম কে ফুল দিয়ে বরণ করে নেন। সভা শেষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়