প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১৭:৪০
আগুনে হারুনের ঘর কপাল দুটোই পুড়লো
দিন মজুর হারুন হাওলাদার। বিভিন্নজনের জমিতে গতর খেটে সংসার চালান। কিস্তি তুলে ঘরে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, ফ্যান কিনে ঘর সাজান। ৪৫ বছর বয়সী হারুনের গত ত্রিশ বছরের সংসার। সংসারে কম জুড়েননি। একটি মাত্র আগুনের ঘটনায় হারুনের পুরো বসতঘর, ঘরের সকল আসবাবপত্রসহ সবর্স্ব পুড়ে ছাই হয়ে গেছে। ঘর পুড়ে ছাইয়ের সাথে হারুনের কপালটা পুড়ে ছাই হয়েছে। হারুন এখন ছেলে সন্তান নিয়ে খোলা আকাশের নীচে থাকছে । ১৫ জানুয়ারী (সোমবার ) বিকাল সাড়ে ৩ টার দিকে আগুনের ঘটনা ঘটে। সে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের গোগরা হাওলাদার বাড়ির মৃত সোলেমান হাওলাদারের ছেলে। বাড়ির অন্য পরিবারের প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে হারুনের ঘরের নামনের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে করে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশী বাড়ির লোকজনসহ সবাই শ্যালো মেশিন লাগিয়ে পানি ছিটানো শুরু করে। এক পর্যায়ে হারুনের ঘরটি পুড়ে পুড়ে মাটিতে পড়ে যায়। এর মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসার আগেই পাশের অন্য দুটি বসত ঘরের চৌকাঠের তৈরি টিনের ঘরের বেড়া পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ হারুন হাওলাদার জানান, আগুনে আমার সব গেছেরে বাবা। বাবারে আমার ঘরের সব ছালি (ছাই) হয়েছে। দলিল, বিভিন্ন এনজিও'র বই, কিছু টাকা আর স্বর্ন সব গেছেরে। বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, সব শুনেছি। লোকটি আসলেই নি:স্ব। আমরা তাকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছি।
|আরো খবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, খবর পেয়ে আমরা সহযোগিতা পাঠিয়ে দিয়েছি।