রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৮:২৬

চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা বিএম কলিম উল্যাহ ভূঁইয়া

কামরুজ্জামান টুটুল
চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা বিএম কলিম উল্যাহ ভূঁইয়া

দুই দফা জানাজা শেষে শুক্রবার ৫ জানুয়ারি বাদ আসর  হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভূঁইয়া বাড়ির নিজ বাড়ির পারিবারিক করবস্থানে চির নিদ্রায় শায়িত হলেন ভাষা বীর, বীর মুক্তিযোদ্ধা কলিম উল্যাহ ভূইয়া। এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত সোয়া বারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরন করেন। ইন্নালিলাহে...রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ৭ মেয়েসহ বহু আত্বীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। 

 শুক্রবার ৫ জানুয়ারি বাদ জুমআ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ও বাদ আসর রামচন্দ্রপুর নিজ বাড়ির সামনে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজার ইমামতি করেন মুফতি আব্দুর রউফ

রামচন্দ্রপুর ভূইয়া একাডেমি, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ, হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ, হাজীগঞ্জ জামিয়া আহম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসা, জিয়ানগর কওমী মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের অন্যতম বিএম কলিম উল্যাহ ভূইয়া ছিলেন ঐতিহ্যবাহী গোপালখোঁড় ভূইয়া বাড়ির মৃত হায়দার আলী ভুইয়ার ছেলে।

বীর মুক্তিযোদ্ধা কলিম উল্লাহ ভূইয়ার জানাজা পূর্বক গার্ড অব অর্নার দেয়া হয়। এতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিকের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

দিকে বিএম কলিমুল্লাহ্র জানাযা’য় অংশগ্রহণ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, স্বতন্ত্র প্রার্থী ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান খাঁন বাচ্চু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন।

শোক প্রকাশ করেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, বীরমুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, আবু তাহের, মো. মজিবুর রহমান, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী রোটা. রুহিদাস বণিক, বিএনপি নেতা মো. আবুল বাসার প্রমুখ।

এছাড়াও বিএম কলিমুল্লাহ্’র মৃত্যুতে পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহাম্মদ খসরুসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়