প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪
হাজীগঞ্জ পাইলট বালিকা উবির বার্ষিক ফল প্রকাশ
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ করা হয়েছে। একই সাথে ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তিকৃতদের লটারির মাধ্যমে শ্রেনিবন্যাস ও
রোল নম্বর নির্ধারণ করা হয়। রোববার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি নতুন কারিকুলাম নিয়ে গুজবে কান না দিয়ে বাস্তবমূখী নতুন ক্যারিকুলাম জানার অনুরোধ করেন।
প্রধান শিক্ষক দেলোয়ার হেসেনের সভাপ্রধানে ও সহকারি প্রধান শিক্ষক মো: আকবার হোসেনের সাবর্বিক ব্যবস্থপনায়
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী তুর্ণা ও গীতা থেকে পাঠ করেন মিত্তিকা দাস।
বার্ষিক ফলাফল প্রকাশের পর ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের লটারির মাধ্যমে শ্রেণি বিন্যাস ও রোল নম্বর (শ্রেণি ক্রমিক নম্বর) নির্ধারণ করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ওমর ফারুক,অন্য সকল শিক্ষক, শিক্ষিকাসহ
শহধ্রাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।