প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:২২
প্রকল্প গ্রহণসহ সারাদেশে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছে
....... আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুসারে করোনাকাল থেকে অদ্যবদি প্রতিমাসে পৌরসভাসহ দেশের প্রতি অ লে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ডাল তেল বিক্রি করছে। ফলে টিসিবি পণ্য এই সময়েই বড় ধরনের অর্থনেতিক সুবিধা দিচ্ছে। তাই আগামীতেও যেন এই সুবিধা অব্যাহত থাকে সেজন্য সরকারের কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে। সামনের নির্বাচনেও আমরা কাঙ্খিত ফলাফল তথা উন্নয়নের প্রতিক নৌকায় সমর্থন প্রত্যাশা করছি।
কারণ গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মেগা প্রকল্প গ্রহণসহ সারা দেশে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছে। ফরিদগঞ্জ পৌর এলাকাও উন্নয়ন কার্য চলছে। ইউজিপি প্রকল্পের আওতায় ২০ কোটি টাকার উন্নয়ন কাজের টেণ্ডার হয়ে গেছে। এখন চুড়ান্ত অনুমোদন হলেই বড় ধরনের উন্নয়ন কাজের উদ্বোধন হবে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌরসভা এলাকায় ডিসেম্বর মাসের জন্য টিসিবি’র ভর্তুকি মূল্যে পণ্যের বিক্রি উদ্বোধনকালে তিনি একথা বলেন। পৌর এলাকায় ২৭৯২ জন টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে চলতি মাসের পণ্য বিক্রি করা হয়।
এসময় ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ হোসেন, ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।