শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১:০৭

ফরিদগঞ্জে একে পাটওয়ারী ফাউন্ডেশনের ক্রীড়ানুষ্ঠানে আবুল খায়ের পাটওয়ারী

অপশক্তির বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ

অনলাইন ডেস্ক
অপশক্তির বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ

স্বেচ্ছাসেবী সংগঠন এ কে পাটওয়ারী ফাউনেণ্ডশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার ভাটিরগাও জামে মসজিদ সংলগ্ন মাঠে দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানে শিশু কিশোর, নারীরা অংশগ্রহণ করে। মহান বিজয় দিবসের দিন শনিবার ১৬ ডিসেম্বর ফরিদগঞ্জে একেপাটওয়ারী ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনির সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন মিন্টুর পরিচালনায় সন্ধ্যায় পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় তিনি বলেন, ত্রিশ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমরা ১৯৭১ সালে দেশকে রক্ষায় নিজেদের জীবন বিপন্ন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বেঁেচ ফিরবো কিনা সন্দেহ ছিল। আল্রাহর অশেষ রহমতে অদ্যবদি বেঁচে রয়েছি। নতুন প্রজন্মের কাছে একটিই চাওয়া স্বাধীনতার সূর্য্যকে কোন অপশক্তির হাতে তুলে যেন না দেয়। কারণ যাদের জন্ম ক্যু দিয়ে তারা কখনো দেশের জন্য ভাল কিছু করতে পারে না। বিজয়ের এই দিনে আমাদের শপথ নিতে হবে অপশক্তির বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মোঃ আলী মজুমদার, ভাটিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা মনির আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব মজুমদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি হালিমা বেগম, জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, আফসার হোসেন, সজিব হোসেন, দীনেশ চন্দ্র দাস, সুজন চন্দ্র সাস. নাঈম হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা ইয়াসমিন পাল, তানিয়া আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়