শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ২০:০৯

চাঁদপুর সদর উপজেলায় সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান-সার বিতরণ

চাঁদপুর সদর উপজেলায় সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান-সার বিতরণ
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা সদর উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

বুধবার(২৯ নভেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ধান ও সার বিতরণ করা হয়। 

প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তপন রায়।

এছাড়াও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য ও উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

বোরো (হাইব্রিড বীজ) প্রণোদনার জন্য প্রতি কৃষক দুই কেজি হাইব্রিড বীজ এবং বোরো (উফশী বীজ) প্রণোদনার জন্য প্রতি কৃষক পাঁচ কেজি উফশী বীজ এবং ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়