প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১৮:৩৩
মতলবের পুটিয়ায় ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার জলসা
মতলব দক্ষিণ উপজেলার পুটিয়া বাইতুল আমিন জামে মসজিদের উদ্যোগে জৈনপুরী হুজুরদের শুভ আগমন উপলক্ষে এবং এলাকার সকল মৃত ব্যক্তিদের স্মরণে ৩য় বার্ষিক ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার জলসা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় পুটিয়া আলহাজ¦ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুরু হয়ে মধ্য রাতে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় এই জলসা।
জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা ওয়া মোর্শেদুনা শাহ্ সূফী নাবিল আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে জলসায় উপস্থিত ছিলেন জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা ওয়া মোর্শেদুনা শাহ্ সূফী আহমেদ হামজা সিদ্দিকী।
প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন হাফেজ হযরত মাওলানা মুফতি আবুল বাশার পিরোজপুরী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, বাংলাদেশ টেলিভিশনের তাফসির কারক হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন রুহানী, হযরত মাওলানা হাবিবুর রহমান ক্বাফী, হযরত মাওলানা আব্দুল সালাম বরকতি সহ ওলামায়ে কেরামগন। মাহফিল পরিচালনা করেন পুটিয়া বাইতুল আমিন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি বোরহান উদ্দিন। মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে বিশেষ তবারক বিতরণ করা হয়।
ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার জলসা শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম ঢালী।
ক্যাপশন: মতলব দক্ষিণ উপজেলার পুটিয়ায় ৩য় বার্ষিক ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার জলসায় আলোচনা করছেন জৈনপুরী পীর সাহেব আহমেদ হামজা সিদ্দিকী জৈনপুরী।