প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ২২:২৩
মতলবের উপাদীতে শতাধিক অসহায় ব্যক্তি পেলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও প্রাথমিক চিকিৎসা শেষে ঔষুধ দেয়া হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে ইউনিয়নের বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোলাইমান পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন সাগরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা ও হাজীগঞ্জ উপজেলার কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ রেজাউল করিম শফিক মৃধা, মোঃ আক্তারুজ্জামান, নজরুল ইসলাম, সহ-সমন্বয়ক শওকত তালুকদার।