রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৮:১৪

চাঁদপুর-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গাজী মাঈনুদ্দিন

কামরুজ্জামান টুটুল
চাঁদপুর-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গাজী মাঈনুদ্দিন

আসছে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তার পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সমির লাল দত্ত, শাহজালাল, শাহজামাল, আবুল হোসেন, বাবুল পাটওয়ারী, আবু তালেব লিটন, মাহতাব হোসেন সবুজ, গাজী ওলিউল্যাহ্, ইয়াছিন আরাফাত, কাজী মনির হোসেন মিঠুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবং আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় গাজী মাঈনুদ্দিন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর তিনি গত ১৯ নভেম্বর (রবিবার) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়