শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ২১:০৭

ছেংগারচরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট ৭৩৫ তম শাখার উদ্বোধন

ছেংগারচরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট ৭৩৫ তম শাখার উদ্বোধন
মাহবুব আলম লাভলু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর আউটলেট/শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ছেংগারচর বাজার আউটলেট শাখার উদ্বোধন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।

উদ্বোধনকালে তিনি দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন, একটি আধুনিক-প্রগতিশীল ও গ্রাহকবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে। আমরা বিশ্বাস করি যে, আধুনিক ও শারিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা দিয়ে এ ব্যাংক গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনগুলো মেটাতে ও আপনাদের সন্তুষ্ট করতে পারবে।

আরিফ উল্যাহ সরকার বলেন, অত্র এলাকার গ্রাহকরা তাদের সব আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরও নিপুণ ও সহজতর করার দায়িত্ব এখন থেকে এ ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ওপর ছেড়ে দিতে পারেন। সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

শাখা ব্যবস্থাপক নারী উদ্যোক্তা নিপা আক্তারের সার্বিক সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উল্লাহ দর্জির সভাপতিত্বে ও ব্যবসায়ী নাজমুল খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর প্রধান এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. ইলিয়াছ, সিনিয়র অফিসার কাউসার আহমেদ, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, কাউন্সিলর শাহজাহান মোল্লা, কাউন্সিলর মো. হারিছ খান, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আনোয়ার হোসেন, মো. সবুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. রাসেল দর্জি, আহসান উল্যাহ দর্জি’সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী-গণ্যমান্য ব্যক্তিরা।

কোরআন তেলাওয়াত করেন, হাফেজ কাউসার আহমেদ। দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়