প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ২০:২১
কিশোরীর সাহসিকা-কে সংবর্ধনা প্রদান করলো উপজেলা প্রশাসন
বাল্যবিবাহ এক সামাজিক ব্যাধি। এই অভিশাপ দূরীকরণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। বুধবার চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিলো। অসম্ভব মেধাবী ও সাহসী হামিদা জাকির জয়িতা স্থানীয় আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর দশম শ্রেণির ছাত্রী।
|আরো খবর
তার সাহসিকতা, আত্মবিশ্বাস ও প্রত্যয়ে উক্ত বাল্যবিয়ের আয়োজন চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে জয়িতা ওই মেয়ে বাল্যবিয়ের অভিশাপ থেকে মুক্তি পায়।
১৬ নভেম্বর ২০২৩ তারিখ উপজেলা প্রশাসন দারুণ আত্মবিশ্বাসী ও সাহসী জয়িতা-কে সংবর্ধনা প্রদান করে। এসময়ে তার হাতে তুলে দেওয়া হয় অমূল্য উপহার বই।
এসময়ে জয়িতার বাবা-মা ও আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
জয়িতাদের আত্মবিশ্বাস ও বড় হওয়ার প্রত্যয় তাকে আশাবাদী করে তোলে।