প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২০:১৭
আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন মতলব উত্তর থানার নবাগত ওসি রাশেদ মোবারক
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রাশেদ মোবারক। ৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে তিনি থানার দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী ওসি মোহাম্মদ মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে মোহাম্মদ রাশেদ মোবারক চাঁদপুর জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
|আরো খবর
নবাগত ওসি মোহাম্মদ রাশেদ মোবারক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম; পুলিশ সুপার, চাঁদপুর মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব যেন সৎ, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করতে পারে সেজন্যে আমার সকল সিনিয়র স্যারসহ মতলব উত্তর থানার সকল শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক সহকর্মী ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
এছাড়া যেকোনো ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি, মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন, বিগত সময় কী হয়েছে তা জানতে চাই না এখন থেকে মাদক, ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশ্য বলেন, হয় মাদক ছাড়, না হয় মতলব উত্তর ছাড়। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।