শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ২২:২৩

চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নৌ-পুলিশ সুপার

স্টাফ রির্পোটার
চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নৌ-পুলিশ সুপার

চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান। ২২ অক্টোবর রোববার বিকেলে তিনি শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এরমধ্যে এদিন শহরের নতুন বাজার অকাল-বোধন মন্দির, কালীবাড়ি মন্দির, দাসপাড়া মন্দির, হরিসভা মন্দির ও নিতাইগঞ্জ মন্দিরের সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমাদের দেশে এ উৎসবটি বেশ ঘটা করে পালন করা হয়। বর্তমান সরকার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, দুর্গাপূজা চলাকালিন সরকারের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নৌ-পুলিশও সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। পূজা চলমান সময়ে যদি কোন সমস্যা হয় আমাদের জানালে নৌ-পুলিশ সাথে সাথে চলে আসবে। যেকোন সমস্যায় নৌ-পুলিশ আপনাদেরর পাশে থাকবে। সিভিল পোশাকেও আমাদের লোক দায়িত্ব পালন করেছে। আমরা চাই আগামী দু'দিনও যেন পূজার সময়টা ভালো যায়। প্রতিমা বিসর্জনের দিন নদীতে আমাদের সদস্যরা সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।

এসময় উপস্থিত ছিলে, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, চাঁদপুর সদর নৌ-থানার ওসি কামরুজ্জামান, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, হরিসভা মন্দির সার্বজনীন পূজা কমিটির সভাপতি আশিষ দেবনাথ, দুর্গা পূজা কমিটির সভাপতি বিপ্লব সাহা,সহসভাপতি বিটু দাস,শিবু সাহা সাধারণ সম্পাদক বাপ্পী রঞ্জন দাস,কোষাধ্যক্ষ শ্যাম সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়