শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:৩২

চাঁদপুর সদর উপজেলার সামাজিক সম্প্রীতি সমাবেশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার সামাজিক সম্প্রীতি সমাবেশ

চাঁদপুর সদর উপজেলার সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ অক্টোবর দুপুরে এ সমাবেশ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন।তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে ও উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসীন আলম,

উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক,

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আরশাদ মিয়াজী,

বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন, আনসার ভিডিপি অফিস মোঃ নুরুল ইসলাম পাঠান,

বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন,

চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্র ধর।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন । এ বছর সদর উপজেলায় ৪০টি পূজা মন্ডপ রয়েছে। সকল পূজা মন্ডপে মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও পুলিশের টহল কার্যক্রম সম্পর্কেও আলোচনা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়