রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১৮:২৬

মতলব উত্তরে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম-অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মাহবুব আলম লাভলু
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম-অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, দৈনিক কালবেলা পত্রিকা নবযাত্রার প্রথম বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এই অল্প সময়ে মানুষের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। কালবেলা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক কালবেলা আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। এ ছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য এবং পাঠকপ্রিয়তা বৃদ্ধি কামনা করেন।

১৭ অক্টোবর বিকেলে দৈনিক কালবেলা পত্রিকার নবরূপে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, স্বাধীনতার পর যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে, অন্য কোন সরকারের আমলে তা হয়নি । বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় দেশে কোন উন্নয়নই হয়নি। বরং লুটপাট আর অরাজগতা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষর জন্য যে উন্নয়ন করেছেন তা সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্তের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান,অ্যাড. লিয়াকত আলী সুমন।

বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যূরো ইনচার্জ মাহবুব আলম লাভলু,দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি তুহিন ফয়েজ,দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সফিকুল ইসলাম রানা, মতলব দক্ষিণ দৈনিক কালবেলা প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক আলোকিত চাঁদপুর প্রতিনিধি দেওয়ান সালাউদ্দিন,দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি লিয়াকত হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরনবী খান,যুগ্ম আহ্বায়ক মাসরুল খান তামিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়