প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১৭:৫১
হাজীগঞ্জ সম্প্রীতি বন্ধনের শহর
............পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন
সম্প্রীতির শহর হাজীগঞ্জ। এখানকার হিন্দু মুসলিম ভাই ভাই। একে অপরের বিপদে এগিয়ে আসে। আমরা আমাদের হিন্দু ভাইদের পাশে আছি থাকবো। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেছেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে পূজা উদযাপন, আইন-শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে এ মতবিনিময় সভায় মেয়র লিপন আরো বলেন, ২০২১ সালে হাজীগঞ্জের ইতিহাসে যে নোংরা ঘটনা ঘটেছে তা এর আগে আর হয়নি। আমাদের সন্মিলিত প্রচেষ্টায় সেই সবসময়ের আরো অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দূর্গা পূজাকে ঘিরে আমরা সচেতন থাকবো। এ বিষয়ে আমার সার্বক্ষনিক পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবো। বক্তব্য শেষে পৌর এলাকায় অনিষ্ঠিত ১২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক ও মণ্ডপের জন্য ব্যানার তুলে দেন পৌর মেয়রসহ অন্যরা। সভায় অন্য সকল বক্তরা তাদের স্ব স্ব পূজা মন্ডপের সমস্যা নিয়ে পৌর মেয়রের দৃষ্টি আকর্ষন করলে তাৎক্ষনিক তা সমাধানের আশ্বাস দেন পৌর মেয়র লিপন।
অনুষ্ঠানের শুরুতে আইন- পূজা মন্ডপ কেন্দ্রিক আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও হাজীগঞ্জ সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মো. মজিবুর রহমান, ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) মো. মাহমুদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর সভাপতি রাধাকান্ত দাস রাজু।
পৌর বাজার পরিদর্শক খাঁজা সাফিউল বাসার রুজমনের সঞ্চালনে পৌর পূজামণ্ডপের পক্ষে বক্তব্য দেন, পূজামণ্ডপ উদযাপন কমিটির পক্ষে রতন কুমার সাহা, অনিল চন্দ্র সাহা, সঞ্জয় সাহা, লিটন পাল, স্বপন চন্দ্র চক্রবর্তী, রবি রায় চৌধুরী, সুদীপ সাহা, চৈতন্য চন্দ্র দাস, দিনেশ কুমার সিংহ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহাসহ পৌর সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের অন্য সকল নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।