প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৯:০২
কচুয়া উপজেলা আওয়ামী লীগের শোক দিবস পালন
কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
|আরো খবর
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহারের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক কবির হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, প্রচার সম্পাদক জি.কে. আলমগীর মুজমদার, দক্ষিণ গোহট আওয়ামী লীগের সভাপতি সেলিম, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম প্রধান (দাদা ভাই) প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের যৌথ উদ্যোগে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।