প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৭:৫৮
চাঁদপুর জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উদযাপন
গভীর শোক আর বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ।
|আরো খবর
সকালে দলীয় নেতা -কর্মীদের ব্যাপক উপস্থিতিতে জেলা আওয়ামী লীগ সভাপতি আলাহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কালো ব্যাজ ধারণপূর্বক জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সন্মুখে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন। পরে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণশেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এছাড়াও দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন ইঞ্জিনীয়ার আব্দুর রব ভূইয়া, মনজুর আহমেদ মনজু, আব্দুর রশিদ সর্দার, অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম জহির, শাহআলম মিয়া, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া, নূরুল ইসলাম মিয়াজী, মিজানুর রহমান ভূইয়া কালু, সালাউদ্দিন মোঃ বাবর, আবু পাটওয়ারী, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম ভূঁইয়া, ইফতেখার আলম মাসুম, পাভেজ করিম বাবু, শেখ শরীফ, দেলোয়ার হোসেন রতন প্রমুখ। দলীয় নেতৃবৃন্দ জাতির পিতার স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনাকে আরো দীর্ঘসময় রাষ্ট্রক্ষমতায় আসীন রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যে উদ্দেশ্য নিয়ে ঘাতক চক্র জাতির পিতাকে হত্যা করেছে তাদের সেই লক্ষ্য অর্জিত হয়নি, আওয়ামী লীগের একজন নেতা-কর্মী বেঁচে থাকতে তাদের সেই চক্রান্ত কোনোদিন বাস্তবায়ন হবে না। দলীয় সকল নেতাকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রীর সকল উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
আলোচনা সভাশেষে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, মহামারী করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বাদ আসর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া এবং তবররুক বিতরণ করা হয় এবং বিভিন্ন মন্দির, গির্জাও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে ৪ হাজার অসহায় পরিবারের মাঝে মাসব্যাপী খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়।