বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৭:৪১

সোনার বাংলা গড়তে পারলে বঙ্গবন্ধুর ঋণ কিছুটা হলেও শোধ করতে পারব : মেয়র আবুল খায়ের পাটোয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো
সোনার বাংলা গড়তে পারলে বঙ্গবন্ধুর ঋণ  কিছুটা হলেও শোধ করতে পারব : মেয়র  আবুল খায়ের পাটোয়ারী

জাতীয় শোক দিবসে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫আগস্ট) সকালে পৌরসভার সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌর মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর নেতৃত্বে কাউন্সিলর এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বলেন, আজকের এই দিন জাতির জন্য একটি কলঙ্কময় ও শোকের দিন। এই দিনে আমরা আমাদের জাতির পিতাকে প্রায় স্বপরিবারে হারিয়েছি। যার নেতৃত্বে আমরা একটি পতাকা পেয়েছি, একটি দেশ পেয়েছি। তাকেই আমরা বিশ্বাসঘাতকতা করে বুলেটের ছোবলে শেষ করে দিয়েছি। অবশেষে বিশ্বাসঘাতকরা বেশিদিন আস্ফালন করতে পারেনি, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর, বিচারের মাধ্যমে খুনিদের ফাঁসির কাষ্ঠে ঝুঁলিয়েছেন। ফলে কিছুটা হলেও এখন আমরা দায়মুক্ত হলাম।

তবে যেদিন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে তাকে এগিয়ে নিতে পারবো, সেদিন আমরা বঙ্গবন্ধুর ঋণ কিছুটা হলেও শোধ করতে পারব বলে মনে করি। তাই আসুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে দেশকে সোনার বাংলায় রূপান্তরিত হয় সেই চেষ্টা করি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, সেলিনা আক্তার যুথি, কাউন্সিলর মোহাম্মদ হোসেন,জাহিদ হোসেন বাবুল পাটোয়ারী, আবুল হাসান,জাহিদ হোসেন সাজ্জাদ হোসেন টিটু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়