প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১৩:২২
জাতির জনকের শাহাদাতবার্ষিকী উপলক্ষে
চাঁদপুর ডায়াবেটিক সমিতির বিনামূল্য ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক সমিতি উদ্যোগে সেবা দেওয়ার লক্ষ্যে বিনামূল্য ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেএম সেনগুপ্ত রোডে ডায়াবেটিক সিটি সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্নয় ও চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সিনিয়র সদস্য ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সদস্য চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সানজিদা আলম, প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, আইটি কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, গণসংযোগ কর্মকর্তা নাসিমা আক্তার, প্রধান সহকারী মুহাম্মদ জসীম উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স রাশিদা আক্তার, ক্যাশ ক্যালেক্টর শুভাশীষ চৌধুরী প্রমুখ। উদ্বোধনকালীন ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণসম্পাদক জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ন্যায় নীতি আর আদর্শ বাস্তবায়নে আজীবন সংগ্রাম করেছেন। তিনি চেয়েছিলেন গরিব, অসহায় মানু্ষের মুখে হাসি ফুটাতে , আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। আমরা ডায়াবেটিক সমিতি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি। প্রকৃত সেবার মধ্যে দিয়েই জাতির জনকের স্বপ্ন পুরণ সম্ভব। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আরো বলেন, সারা বিশ্ব আজ কোভিড (১৯) করোনা ভাইরাসে আক্রান্ত। দেশের মানুষ আজ করোনার কারনে চিন্তিত। অনেক মানু্ষ আজ কর্মহীন হয়ে পড়েছেন। সরকার এসকল মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের এসকল কাজে আমাদেরকেও সাধ্যমত সহযোগীতা করতে হবে। তিনি করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়াসহ সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিনামূল্য ডায়াবেটিক নির্নয় ও চিকিৎসাসেবা কার্যক্রম বিকেল ৪ টা পর্যন্ত অব্যাহত থাকবে।